ময়মনসিংহে মেডিকেলে ভর্তি পরীক্ষার ভুয়াপ্রশ্ন ফাঁস করতে গিয়ে যুবক গ্রেফতার
স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে আসন্ন মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার ভুয়াপ্রশ্নপত্র ফাঁস করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে নাজমুল এহসান নাঈম (২১) নামে এক যুবক। গ্রেফতার যুবকের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ভুরারবাড়ি গ্রামে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে নগরীর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার এম. এম মোহাইমেনুর রশিদ। তিনি জানান, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের পুলিশের টিম প্রশ্নফাঁস চক্র ধরতে কাজ করছিল। এরইমধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ডিভিশন থেকে আমাদেরকে জানায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি চক্র ভুয়া প্রশ্নফাঁস করে টাকা হাতিয়ে নিচ্ছে।
এরপর আমাদের ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলামের নেতৃত্বে তথ্য প্রযুক্তির সহায়তায় মধ্যরাতে নগরীর কলেজ রোড মিরবাড়ি এলাকার একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে ভুয়া প্রশ্নফাঁসের ঘটনায় জড়িত থাকার ঘটনায় অভিযুক্ত নাঈমকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রশ্ন দেয়ার কথা বলে মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করাই ছিল নাঈমের মূল উদ্দেশ্য বলে স্বীকার করে।
তিনি আরও জানান, অভিযুক্ত নাঈম গত ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়। সেই থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেডিকেলে ভর্তি পরীক্ষা নিয়ে মানুষের বিভিন্ন পোস্ট দেখে, মানুষকে ভুয়া প্রশ্নপত্রের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের পরিকল্পনা করে সেকেন্ড হ্যান্ড মোবাইল ও সিম কিনে হোয়াটসঅ্যাপ ও বিকাশ একাউন্ট খোলে গত ২ দিনে বিভিন্ন আগ্রহী ব্যক্তির সাথে যোগাযোগ করে প্রশ্নপত্র দেয়ার কথা বলে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।