সরকারের কাছে জাদু নাই, পানি নিজে নিজেই সরবে : সমাজকল্যাণ উপদেষ্টা
পানি কমানোর জাদু সরকারের কাছে নাই, এটি নিজে নিজেই সরবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ। রোববার (২৫ আগস্ট) দুপুরে নোয়াখালীতে জরুরি ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ এবং আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
শারমিন এস মুরশিদ বলেন, কিছু জায়গায় পানি কমে যাচ্ছে আবার কিছু জায়গায় বৃষ্টির কারণে পানির স্তর ওপরে উঠছে। এটা (পানি) কমানোর কোনো জাদু আমাদের কাছে নাই যে আমরা এমন কিছু করব, এটা সব সরে যাবে। এটা নিজেই সরবে। তা ছাড়া একটা জিনিস যা দীর্ঘ মেয়াদি চিন্তার কারণ হলো—আমাদের প্রত্যেক এলাকার ড্রেনেজ সিস্টেমটা যদি ভালো হতো, তাহলে সেটার উপকার আমরা পেতাম। এটা দীর্ঘ মেয়াদি চিন্তা বা ৫৩ বছরের সমস্যা।
তিনি আরও বলেন, আমাদের কমিটমেন্ট ও ইচ্ছের কোনো ঘাটতি নেই। আপনাদের ধৈর্য ধারণ করতে হবে, আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো। প্রত্যেকটা জেলায় জেলায় তরুণ এই ছেলে-মেয়েরা একত্রিত হয়ে অর্থের যোগান দিচ্ছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে, মানুষের স্বাস্থ্যের কথা ভাবছে। সমালোচনা না করে তাদের পাশে দাঁড়ান। যেন আমরা সর্বশক্তি দিয়ে এ বন্যা পরিস্থিতির মোকাবিলা করতে পারি।
আমাদের কাজ শান্তি ফিরিয়ে আনা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীরা ড. মুহাম্মদ ইউনূসকে চেয়েছে, আমরা তার টিম হয়ে আপনাদের সামনে এসেছি। আমাদের একটাই কাজ—শান্তি ফিরে আনা, পরিবেশ ঠিক করা এবং একটি সুষ্ঠু সংস্কার ও মেরামতের মধ্য দিয়ে এমন একটি পরিবেশ সৃষ্টি করা। যেন আমরা আবার গণতন্ত্রের মধ্যে ফিরে যেতে পারি এবং কাঙ্ক্ষিত নির্বাচন দিতে পারি। ১৫ দিনের মাথায় যদি কেউ বলেন, সংস্কার দেন। তাহলে সেটি কি দিতে পারবো? ১৫, ১৬ ও ২০ বছরের একটি জঞ্জাল আমরা কি দুই দিনের মধ্যে শেষ করতে পারব? ধৈর্য ধরতে হবে, শত শত কোটি চোখ আমাদের ওপর নজর রাখুন। আমরা আপনাদের প্রতিনিধি হয়েই এসেছি।
এ সময় বাংলাদেশ সচিবালয়ের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. খায়রুল আলম সেখ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল, সমাজসেবা অধিদপ্তরের যুগ্ম সচিব মো. ছারোয়ার হোসেন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহীম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন রায় প্রমুখ উপস্থিত ছিলেন।