বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

সংঘর্ষের পর হল ছাড়ছেন আনন্দমোহন কলেজের শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের আনন্দমোহন কলেজ ছাত্রাবাসের সিট নবায়নের ধার্যকৃত ফি-কে কেন্দ্র করে দু’পক্ষের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যার আগে ঘটনার সূত্রপাত হয়।

এর জেরে কলেজ ৩ দিনের বন্ধ ঘোষণা করে হল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। সোমবার (১৩ জানুয়ারি) সকাল থেকেই সাধারণ শিক্ষার্থীরা ছাত্রাবাস ছেড়ে নিজেদের বাড়িঘরে ফিরছেন। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ক্যাম্পাস ছাড়ার আগে শিক্ষার্থী জানান, ছাত্রাবাসে অবস্থান করা শিক্ষার্থীদের হলের সিটের ফি কমানোর দাবি ছিল সম্পূর্ণ ন্যায্য। কিন্তু এই দাবিকে উপেক্ষা করে কলেজ কর্তৃপক্ষ সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে না বসে বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে মিটিং করায় সাধারণ শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়।

তিনি আরও বলেন, ‘আবারও হামলার ঘটনা ঘটতে পারে—এসব কারণে এবং কলেজ কর্তৃপক্ষের নির্দেশ মেনেই আমরা ছাত্রাবাসের সাধারণ শিক্ষার্থীরা বাড়িঘরে ফিরে যাচ্ছি। কলেজের পরিবেশ ঠিকঠাক হলে আবারও ফিরে আসবো।’

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আমান উল্লাহ আমান জানান, কলেজ কর্তৃপক্ষের নির্দেশ মেনেই ছাত্রাবাসের শিক্ষার্থীরা হল ছেড়ে বাড়ি ফিরে যাচ্ছে। রবিবার দুই পক্ষের সংঘর্ষের ঘটনাটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ছিল। এরপরও যারা এর সঙ্গে জড়িত প্রশাসন তাদের খুঁজে বের করবে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি আরও বলেন, ‘ছাত্রাবাসের সিটের ফি কমানোর বিষয়টি আমাদের নজরে আছে এবং সবার সঙ্গে কথা বলে এর সমাধান করা হবে।’

প্রসঙ্গত, রবিবার সন্ধ্যার পর আনন্দমোহন কলেজে দু’পক্ষের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ২০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে সেনাবাহিনী ও পুলিশ অবস্থান নেয়।

জানা গেছে, প্রতিবছর হলের সিট নবায়ন বাবদ ৭ হাজার টাকা কলেজ কর্তৃপক্ষকে ফি হিসেবে দেওয়া হতো। কিন্তু শিক্ষার্থীরা সাড়ে ৫ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়ে আসছিল। সম্প্রতি কলেজ কর্তৃপক্ষ ৫০০ টাকা কমিয়েছে। এ নিয়ে শিক্ষার্থীরা আবারও ক্ষুব্ধ হয়ে উঠলে সংঘর্ষের ঘটনা ঘটে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *