রবিবার, মার্চ ১৬, ২০২৫
রবিবার, মার্চ ১৬, ২০২৫

যাদের হাতে উঠলো ‘অ্যাচিভার্স অ্যাওয়ার্ড’

বিনোদন ডেস্ক : অনুষ্ঠিত হয়ে গেলো ‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৪’। শনিবার (০২ নভেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলের বল রুমে বসেছিলো এই অ্যাওয়ার্ডের তৃতীয় আসর।

জনপ্রিয় তারকাদের গ্ল্যামারাস উপস্থিতি এবং জমজমাট পারফরমেন্সে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় অনুষ্ঠানস্থল।
২০২৩ এর মাঝামাঝি থেকে ২০২৪ এর মাঝামাঝি পর্যন্ত মুক্তি পাওয়া চলচ্চিত্র, নাটক, ওটিটি কনটেন্ট, গান, বিজ্ঞাপন, ফ্যাশন অ্যাকটিভিটি ও বিভিন্ন অঙ্গনের সেরা অ্যাচিভারদের হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার। আরও ছিলো জনপ্রিয় তারকাদের নাচ ও গানের পারফরমেন্স।

এবার ‘তুফান’ সিনেমার জন্য সেরা চলচ্চিত্র নির্মাতার পুরস্কার পেয়েছেন রায়হান রাফী। একই সিনেমার জনপ্রিয় গান ‘দুষ্টু কোকিল’ গেয়ে সেরা প্লেব্যাক সিঙ্গার ক্যাটাগরিতে পুরস্কার নিজের ঘরে নিয়েছেন দিলশাদ নাহার কনা। এছাড়া চলচ্চিত্র শাখায় সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন নিরব হোসেন, ক্যাসিনো সিনেমার জন্য। ‘লিপস্টিক’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা চলচ্চিত্র অভিনেত্রীর পুরস্কার গেছে ঢালিউডের গ্ল্যামার গার্ল পূজা চেরীর হাতে।

‘কাজলরেখা’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করে সেরা চলচ্চিত্র অভিনেত্রীর পুরস্কার ছিনিয়ে নিয়েছেন রাফিয়াত রশিদ মিথিলাও। অডিও গানে সেরা শিল্পীর পুরস্কার নিজের করে নিয়েছেন বাঁধন সরকার পূজা। তিনি পুরস্কারটি পেয়েছেন ইমরান মাহমুদুলের সঙ্গে যৌথভাবে গাওয়া ‘চোখে চোখে’ গানের জন্য।

ওয়েব ফিল্মের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রুনা খান। বঙ্গ’র ওয়েব ফিল্ম ‘অসময়’-এ শক্তিশালী অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। একই ওয়েব ফিল্মের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ইরেশ যাকের।

‘মহানগর ২’ ওয়েব সিরিজের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তানজিকা আমিন। আর ‘গুটি’ ওয়েব সিরিজে ব্রেকথ্রু পারফরমেন্সের জন্য স্পেশ্যাল অ্যাওয়ার্ড পেয়েছেন মৌসুমী হামিদ। খণ্ড নাটকে সেরা অভিনয়শিল্পীর পুরস্কার পেয়েছেন দু’জন। তানিয়া বৃষ্টি পুরস্কার জিতেছেন নাটক ‘চোখটা আমাকে দাও’-এর জন্য, আর তানহা তাসনিয়া পেয়েছেন ‘বাড়ি গাড়ি নারী’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করে।

ধারাবাহিক নাটকে সেরা অভিনয়শিল্পীর পুরস্কার পেয়েছেন মুনিয়া ইসলাম (ছোটকাকু: সৈয়দপুরের সৈয়দ সাহেব ধারাবাহিকে অভিনয় করে)। নাটকের উঠতি তারকার পুরস্কার পেয়েছেন লামিয়া লাম। সেরা বিজ্ঞাপন মডেল হয়েছেন জেবা জান্নাত।

উপস্থাপনার অঙ্গনে ২৫ বছর পূর্ণ করায় স্পেশ্যাল অ্যাওয়ার্ড পেয়েছেন দেবাশীষ বিশ্বাস। আনিকা কবির শখ পেয়েছেন যুগের সেরা তারকার পুরস্কার। এছাড়া স্পেশ্যাল জুরি পুরস্কার পেয়েছেন কুসুম শিকদার ও লারা লোটাস।

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ, মৌসুমী হামিদ ও লারা লোটাস। সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাঁধন সরকার পূজা। পুরো অনুষ্ঠান উপস্থাপনা করবেন সুপরিচিত ব্র্যান্ড প্রোমোটার বারিশা হক।

‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড’-এর এবারের আসরে জুরি বোর্ডের দায়িত্বে রয়েছেন দেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী খুরশিদ আলম, ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত প্রোডিউসার এহসানুল হক বাবু ও বিনোদন সাংবাদিক এবং বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৪-এর মিডিয়া কো-অর্ডিনেটর মাসিদ রণ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *