ময়মনসিংহে শিয়ালের কামড়ে আহত ২৫
ময়মনসিংহে শিয়ালের কামড়ে নারী শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। রোববার (২৫ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার সিরতা ইউনিয়নের চরখরিচা গ্রামে এই ঘটনা ঘটে।
সিরতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম মিন্টু জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সন্ধ্যার দিকে আমি গ্রামে ছিলাম না। অন্য গ্রাম থেকে মোবাইলে খবর পাই আমার বাড়ির ও গ্রামের মানুষকে শিয়ালে কামড়াচ্ছে। এমন খবর পেয়ে বাড়িতে ফিরতে চাইলে আমাকে বাড়ি থেকে ফোন করে জানায়, আমার বাড়ির উঠানে এসে শিয়াল ৪ জনকে কামড়ে আহত করেছে। পরে আমার বাড়ির লোকজন লাঠিসোঁটা নিয়ে পাহারা দিয়ে আমাকে বাড়িতে নিয়ে আসে। শিয়ালের ভয়ে মানুষজন বাড়ি থেকে দল বেঁধে লাঠি নিয়ে বের হচ্ছে।
তিনি বলেন, আমার জানামতে অন্তত ২৫ জনকে একটি শিয়াল কামড়ে আহত করেছে। আহতদের মধ্যে অনেকেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম বলেন, চরখরিচা গ্রামে শিয়ালের কামড়ে কেউ আহত হয়েছেন, এমন কোনো তথ্য আমার জানা নেই। হাসপাতালে কতজন চিকিৎসা নিয়েছেন সকালে খোঁজ নিয়ে জানানো যাবে। তবে আমাদের সংরক্ষণে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন আছে।