বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
ময়মনসিংহ

ময়মনসিংহে দি হাঙ্গার প্রজেক্টের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : সুষ্ঠু নির্বচনের পরিবেশ সৃষ্টিসহ সংস্কার কমিশনগুলোর কাছে জন-আকাঙ্খাভিত্তিক সুপারিশমালা প্রনয়নের দাবীতে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চলের উদ্যোগে এবং সুজন-সুশাসনের জন্য নাগরিক ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটির সহযোগিতায় এক সংবাদ সম্মেলন এর আয়োজন করা হয়। সম্মেলনটি (৫ নভেম্বর) সকাল ১১.৩০ টায় প্রেসক্লাব মিলনায়তন, ময়মনসিংহ-এ অনুষ্ঠিত হয়।

সভায় আয়োজকদের পক্ষ থেকে একটি সুপারিশমালা উপস্থাপন করা হয়। দি হাঙ্গার প্রজেক্ট এর বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী উক্ত সুপারিশমালাটি সকলের উদ্দেশ্যে উপস্থাপন করেন।

সুপারিশমালায় ভিন্ন ভিন্ন ভাবে মোটটি ১০টি সংস্কার কমিশনের কাছে আলাদা সুপারিশ উত্থাপন করা হয়। সুপারিশ মালায় উল্লেখযোগ্য প্রস্তাবনাগুলোর মধ্যে ছিল সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন, নতুন নির্বাচন কমিশনার নিয়োগ আইন প্রণয়ন, ৭০ অনুচ্ছেদ এর অর্থবহ সংস্কার, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পূণঃপ্রবর্তন, মাসদার হোসেন মামলার রায়ের আলোকে বিচার বিভাগের প্রকৃত পৃথকীকরণ, ক্ষমতাসীর দলের কর্মসূচীকে সরকারী কর্মসূচীতে পরিনত না করা, কোন দলীয় কর্মসূচীতে সরকারী কর্মকর্তাদের অংশগ্রহণকে অপরাধ হিসেবে ঘোষণা করা,পুলিশ প্রশাসনকে কোন দলের কাছে নয় রাষ্ট্রের কাছে দায়বদ্ধ করা, সাংবাদিক নিপীড়নের বিরূদ্ধে কঠোর আইনী কাঠামো তৈরি করা, নারী নির্যাতন ও নিপীড়নের বিরূদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা ইত্যাদি।

সভায় ময়মনসিংহ প্রেসক্লাবের প্রিন্ট, ইলেকন্টনিক্স ও অনলাইন মিডিয়ার প্রায় অধিকাংশ সিনিয়র সাংবাদিক উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সুজন ময়মনসিংহ জেলা কমিটির সম্পাদক ইয়াজদানী কোরায়শী, সুজন মহানগর কমিটির সভাপতি অ্যাড. শিব্বির আহম্মেদ লিটন, সম্পাদক আলী ইউসুফ এবং মহানগর কমিটির সদস্য কাব্য সুমী সরকার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *