ময়মনসিংহে ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে শহীদি মার্চ কর্মসূচি পালন
ছাত্র জনতার অভূত্থানের একমাস পূর্তিতে আন্দোলনে নিহতদের স্মরণে ময়মনসিংহে শহীদি মার্চ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার বিকেলে আনন্দমোহন সরকারি কলেজ, নাসিরাবাদ কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নগরীর টাউন হল মোড়ে জড়ো হয়। পরে সেখান থেকে শোক র্যালি বের হয়ে নতুন বাজার, গাঙ্গিনারপাড় এলাকা প্রদর্শন করে মহিলা কলেজের সামনে শহীদ সাগর চত্বরে শেষ হয়।
র্যালিতে শহীদদের স্মরণে বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। পরে সেখানে এক মিনিট নীরবতা পালন শেষে নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় আন্দোলনে হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি এবং আন্দোলনে আহতদের সুচিকিৎসারও দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্ররা। এ ছাড়াও এখনো যারা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার জন্য ছাত্রদের প্রতি আহ্বান জানানো হয়।