ফুলপুরে জমি নিয়ে বিরোধে স্কুলশিক্ষক খুন
ময়মনসিংহের ফুলপুরে জমি নিয়ে বিরোধে সাজ্জাত হোসেন কামাল (৫৫) নামের এক স্কুলশিক্ষক খুন হয়েছেন। শুক্রবার (১৭ মে) সকালে হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটে।
সাজ্জাত হোসেন কামাল উপজেলার বওলা ইউনিয়নের পুরাননগর গ্রামের বাসিন্দা ছালাম ফকিরের ছেলে। তিনি ধোবাউড়া উপজেলার গোয়তলা রগুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, জমি নিয়ে কামালের সঙ্গে চাচা আবুল খায়ের এবং চাচাতো ভাই জাকারিয়া ও মহিবুল্লার সঙ্গে বিরোধ চলছিল। শুক্রবার সকালে সেচপাম্প দিয়ে নিজ পুকুরে সেচ দিতে গিয়ে বাগবিতণ্ডায় জড়ায় প্রতিপক্ষের সঙ্গে। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজনের আঘাতে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ নিহতের চাচাতো ভাই জাকারিয়া, মহিবুল্লাহ ও তাদের মাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে।
ফুলপুর থানা পুলিশের ওসি মাহবুবুর রহমান বলেন, তুচ্ছ বিষয় নিয়ে হত্যার ঘটনাটি ঘটেছে। নিহতের শরীরে ধারালো কিছুর আঘাত না থাকলেও কিল-ঘুষির দাগ রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।