শনিবার, মে ১০, ২০২৫
শনিবার, মে ১০, ২০২৫

দেশজুড়ে বইছে তীব্র তাপপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক : দেশজুড়ে বইছে তাপপ্রবাহ। দেশের প্রতিটি জেলায় ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা রয়েছে। চলতি মৌসুমে আজই প্রথম দেশজুড়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

শনিবার (১০ মে) সন্ধ্যায় আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ শনিবার দেশের আট জেলায় অতি তীব্র থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বাকি জেলাগুলোতে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে।

সংস্থাটি বলছে, চুয়াডাঙ্গা, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ ও যশোর জেলাগুলোর ওপর দিয়ে অতি তীব্র থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আগামীকাল রোববার (১১ মে) সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, সোমবার থেকে তাপপ্রবাহ কিছু জায়গা থেকে কমতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

এদিন ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস সিলেটে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায়। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.১ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে এটাকে মাঝারি ধরনের তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রার পারদ ৪০ থেকে ৪২ ডিগ্রির মধ্যে থাকলে সেটাকে ধরা হয় তীব্র তাপপ্রবাহ। তবে তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *