বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক খুন

ভালুকা সংবাদদাতা : ময়মনসিংহের ভালুকায় ভ‍্যান চোর ধরতে গিয়ে ছুরিকাঘাতে সাকিব সিকদার (২৫) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের হাতে আটক হয়েছে ঘাতক রুহুল আমিন (৩০)।

বুধবার (১১ ডিসেম্বর) দিনগত রাত ২টার দিকে ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের দেবুনিয়া কোম্পানির গেটে এ ঘটনা ঘটে।

নিহত সাকিব সিকদার স্থানীয় পাড়াগাঁও গৌরিপুর এলাকার হাইজু সিকদারের ছেলে।

স্থানীয়রা জানায়, রুহুল ভ‍্যান চুরি করে পালানোর পথে সাকিব বাধা দেয়। এ সময় ছিনতাইকারী রুহুলের হাতে থাকা ছুরি দিয়ে সাকিবকে আঘাত করলে সাকিব গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

ভালুকা থানার উপপরিদর্শক (এসআই) শফিউল্লাহ মির্জা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *