শনিবার, মার্চ ১৫, ২০২৫
শনিবার, মার্চ ১৫, ২০২৫

মুক্তাগাছায় আপত্তিকর ভিডিও ভাইরাল করায় যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার : আঠারো বছর বয়সী আবিদা সুলতানা (ছদ্মনাম) সাথে ১ বছরের প্রেমের সম্পর্কের সুযোগে ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে ভিডিও কলে আপত্তিকর অবস্থায় কথা বলে মোঃ আলামিন (২০)। এক পর্যায়ে ভিকটিমের অজ্ঞাতসারে ভিডিও কলের কথোপকথোন গোপনে রেকর্ড করে রাখে। পরবর্তীতে পারিবারিক ভাবে বিবাহ হয় আবিদা সুলতানার। বিয়ের খবর জানতে জানতে পেরে আবিদাকে নানা ভাবে প্রদান করে এবয় শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য চাপ দেয় আলামিন।

আবিদা এতে রাজি না হওয়ায় ভিডিও কলে কথোপকথোনের আপত্তিকর ও অশ্লীল ভিডিও ভাইরাল করে দেয় আলামিন।
এই বিষয়ে ভুক্তভোগী আবিদা জাতীয় জরুরী সেবা “৯৯৯” এ কল দিয়ে ময়মনসিংহের মুক্তাগাছা আর্মড পুলিশ ব্যাটালিয়নের সাইবার ক্রাইম সেলে যোগাযোগ করে ২৭ ডিসেম্বর ২০২৪ তারিখ একটি অভিযোগ দায়ের করে।

পরবর্তীতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খানের নির্দেশে সাইবার ক্রাইম সেল এপিবিএন হেডকোয়ার্টার্সের এলআইসি/সিআইএ শাখা উন্নত তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত যুবক আলামিনের অবস্থান সনাক্ত করে। পরেসাইবার ক্রাইম সেলের নারী সদস্যগন হানি ট্রাপের কৌশল ব্যবহার করে এবং পরবর্তীতে অপারেশন শাখার এসআই(নিঃ)/মোঃ আমির খসরু এর নেতৃত্বে একটি অভিযানিক দল ময়মনসিংহের মুক্তাগাছা থানাধীন ৭ নং ঘোগা ইউপিস্থ কালিবাড়ী বাসস্ট্যান্ডের এলাকা থেকে তাকে আটক করে।

এসময় অভিযুক্ত আলামিনের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত আসামী মোঃ আলামিন ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করলে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করে।
পরবর্তীতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করে মুক্তাগাছা থানায় সোপর্দ করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *