সংস্কারের নামে অহেতুক সময় বিলম্ব করা হলে সমাজে অস্থিরতা সৃষ্টি হতে পারে : প্রিন্স
দেওয়ান নাঈম, হালুয়াঘাট : বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্স বলেছেন, সংস্কারের নামে অহেতুক সময় বিলম্ব করা হলে সমাজে অস্থিরতা সৃষ্টি হতে পারে ।সংস্কার চলমান প্রক্রিয়া ,একদিন ,একমাস অথবা এক বছরের মধ্যেই সব সংস্কার সম্পন্ন করা সম্ভব নয়অবাধ ,নিরপেক্ষ, নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন হওয়া উচিৎ ।সংস্কারের নামে কাল বিলম্ব না করে অবিলম্বে নির্বাচনের রোডব্যাপ ঘোষণা করা একান্ত প্রয়োজন ।
সোমবার বিকেলে হালুয়াঘাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে হালুয়াঘাটে জিয়া জন্ম উৎসব এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হালুয়াঘাট পৌর শহরের শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে আলোচনা,জিয়া জন্মোৎসবে আয়োজিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং ক্রীড়া অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ,দু:স্থ মহিলাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘কনসার্ট ফর জিয়া ‘ অনুষ্ঠিত হয় । সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকা থেকে আগত শিল্পীরা এবং স্থানীয় ও আদিবাসী শিল্পীরা,সাংস্কৃতিক পরিবেশনা করেন।
অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন, শহীদ জিয়ার দেশপ্রেম,সততা এবং আন্তরিকতা ধারণ করে বিএনপি নেতাকর্মীদের রাজনীতি করতে হবে ।জিয়াউর রহমান যেমন দেশ ও জাতির কল্যাণে জীবন বাজি রেখে কাজ করেছেন , ঠিক একইভাবে আমাদেরকেও একইভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন, দেশে টেকসই সংস্কার এবং স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য নির্বাচনের কোন বিকল্প নেই ।গত ১৫ বছর আওয়ামী লীগ নির্বাচন ছাড়াই দেশ পরিচালনা করতে গিয়ে দেশকে অকার্যকর করে ফেলেছিল । দুর্নীতি,লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। আওয়ামী লীগ ও শেখ হাসিনার পরিবার অবৈধ অর্থ ও সম্পদ উপার্জনের মেশিনে পরিণত হয়েছিল।আওয়ামী লীগের দুর্নীতি, লুটপাট ,গুম,খুনের বিচার অবশ্যই হতে হবে। তিনি বলেন,
দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিতদের শাসনের মাধ্যমে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করে দেশে পূর্ণাঙ্গ সংস্কার এবং রাষ্ট্র মেরামতের কাজ করতে হবে । দেশকে সক্রিয় ও কার্যকর করতে হবে। দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সাম্য ও মানবিক রাষ্ট্র গড়তে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্যান্যের মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হানিফ মোঃ শাকেরউল্লাহ ,আসলাম মিয়া বাবুল ,আরফান আলী ,আবু হাসান বদরুল কবীর, আলী আশরাফ প্রমূখ বক্তব্য রাখেন।