শনিবার, জানুয়ারি ২৫, ২০২৫
শনিবার, জানুয়ারি ২৫, ২০২৫
ময়মনসিংহলীড নিউজ

মুক্তাগাছায় কঙ্কালসহ দুই যুবক গ্রেফতার

মুক্তাগাছা প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছায় কঙ্গলসহ চোর চক্রের দুই সদস্যকে রবিবার ভোর সাড়ে ৫ টার দিকে পৌরসভার গেট থেকে আটক করে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো: ময়মনসিংহ জেলার কুঠুরাকান্দা থানা এলাকার রুবেল মিয়া (২৪) এবং জামালপুরের রুহিলী চরপাড়ার মনিরুজ্জামান মনির (২৫)। বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, চক্রের সদস্যরা উপজেলার চেচুয়া এলাকার বিভিন্ন কবরস্থান থেকে লাশ তুলে প্রক্রিয়ার মধ্য দিয়ে কঙ্কাল সংগ্রহ করে ঢাকার বিভিন্ন স্থানে চড়ামূল্যে নির্ধারিত ক্রেতাদের কাছে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর সাড়ে ৫ টার দিকে অভিযান চালিয়ে মুক্তাগাছা পৌরসভার গেটে গাড়ির জন্য অপেক্ষমান দুইজন ব্যাক্তিকে আটক করে পুলিশ। পরে তাদের সঙ্গে থাকা একটি তাবিলস ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ২টি মাথার খুলিসহ মানবদেহের বিভিন্ন হাড়গোড় জব্দ করে থানার পুলিশ পরিদর্শক (এস. আই) সাইফুল ইসলাম।

এ প্রসঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.কামাল হোসেন জানান, কঙ্কাল চোর চক্রের সদস্যরা জেলা-উপজেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে। তারা প্রথমে কবর থেকে মরদেহ তুলেই গভীর অরণ্য বা পাহাড়ি জনপদে নিয়ে যায়,পরে কেমিক্যালের মাধ্যমে লাশ পচিয়ে গরম পানি দিয়ে ধুয়ে মানবদেহের পূর্ণাঙ্গ কঙ্কাল সংগ্রহ করে। পরে তুলে দেয়া হয় পাচারকারীদের হাতে। এসব কঙ্কাল চলে যায় পাশের দেশ নেপাল ও ভারতের মেডিকেল শিক্ষার্থী-শিক্ষক ও চিকিৎসকদের কাছে। এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *