একুশের প্রথম প্রহরে গৌরীপুর উপজেলা প্রশাসনের শহীদ মিনারে শ্রদ্ধা
শামীম খান, স্টাফ রিপোর্টার : অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসন।
আজ শুক্রবার ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহর ১২ টা ১ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসানের নেতৃত্বে পৌর শহরের শহীদ হারুনপার্কের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন উপজেলা প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা, গৌরীপুর সার্কলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল আহমেদ নাসের, উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি, , উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অসিত বরণ দেব, উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজ ইবনে আইয়ুব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাত হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়, উপজেলা নির্বাচন অফিসার ফারুক আহমেদ, বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন প্রমুখ।