সোমবার, মার্চ ১৭, ২০২৫
সোমবার, মার্চ ১৭, ২০২৫

ময়মনসিংহের ফুলবাড়ীয়ার সাবেক মেয়র কারাগারে

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ফুলবাড়ীয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়াকে (৫৮) কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহাদাত হোসেন এই আদেশ দেয়।

এর আগে, বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামি গোলাম কিবরিয়া আদালতে জামিন প্রার্থনা করলে বিচারক শাহাদাত হোসেন জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ময়মনসিংহ আদালতের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাছিনুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন আসামি গোলাম কিবরিয়া। ওই জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি হাজির হয়ে জামিন প্রার্থনা করেন।

ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান বলেন, গত ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা ও তাণ্ডবের ঘটনায় গত ১৮ আগস্ট স্থানীয় বিএনপি নেতা গোলাম ফারুক বাদী হয়ে ৯৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া এজাহারভুক্ত আসামি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *