রবিবার, মার্চ ১৬, ২০২৫
রবিবার, মার্চ ১৬, ২০২৫

খালেদা জিয়ার জন্য ঘরের খাবার নিয়ে গেলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : খালেদা জিয়াকে যুক্তরাজ্যের ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয়েছে। সেখানে মায়ের জন্য বাসায় রান্না করা খাবার নিয়ে গেলেন তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে হাসপাতালে তারেক রহমানের খাবার নিয়ে যাওয়ার একটি ভিডিও পোস্ট করা হয় বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে।

ভিডিও ক্যাপশনে বলা হয়, হাসপাতালে খালেদা জিয়ার জন্য নিজ হাতে বাসা থেকে রান্না করা খাবার নিচ্ছেন তারেক রহমান ও ডা. জোবায়দা রহমান।

৪৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কয়েকটি খাবারের বক্স নিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছেন তারেক রহমান ও জোবায়দা রহমান। এ সময় যুক্তরাজ্য বিএনপির নেতাদের সঙ্গে দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালকেও দেখা যায়।

এর আগে, মঙ্গলবার রাত ১১টা ৪৬ মিনিটে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন খালেদা জিয়া।
বুধবার (৮ জানুয়ারি) সকাল ৯টা ৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।

এরপর খালেদা জিয়াকে ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয়েছে। সেখানে অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা চলছে তার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *