সোমবার, জানুয়ারি ৬, ২০২৫
সোমবার, জানুয়ারি ৬, ২০২৫
ময়মনসিংহরাজনীতিলীড নিউজ

তারেক রহমান একজন মানবিক নেতা : প্রিন্স

স্টাফ রিপোর্টার : বিএনপি দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে অবদান রাখবে বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, তারেক রহমান একজন মানবিক নেতা। জনগণের রায় নিয়ে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পেলে তিনি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ও জনকল্যাণে বৈপ্লবিক পরিবর্তন আনবেন।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের ধোবাউড়ায় অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফার কথা উল্লেখ করে এমরান সালেহ প্রিন্স বলেন, পল্লী রেশন, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ, বেকার ভাতা, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, অবৈতনিক শিক্ষা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা, জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি, শ্রমিকের ন্যায্য মজুরি, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য, কৃষি উপকরণের মূল্য হ্রাস, কৃষক কার্ডের মাধ্যমে কৃষি ভর্তুকি, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহায়তা প্রদানে দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে বিএনপি সরকার অবদান রাখবে।

তিনি আরও বলেন, অসহায় মুহূর্তে যারা জনগণের পাশে থাকে, তারাই জনগণের বন্ধু। জনগণের অধিকার আদায়ে এবং দেশ গঠনে বিএনপি নেতাকর্মীরা যেমন জীবনবাজি রেখে কাজ করেন, তেমনি দুর্যোগ-দুর্বিপাকে, সুখ-দুঃখে জনগণের পাশে থাকেন।

অনুষ্ঠানে সাবেক উপজেলা চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মফিজ উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, গোয়াতলা ইউনিয়ন বিএনপি নেতা সিদ্দিক হোসেন, বাঘবেড় ইউনিয়ন বিএনপি নেতা সিরাজুল ইসলাম, পুড়াকান্দুলিয়া বিএনপি নেতা আব্দুস সাত্তার বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *