সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫
সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫
ময়মনসিংহলীড নিউজ

আনন্দ মোহন কলেজে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

স্টাফ রিপোর্টার : সিট নিয়ে ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন ছাত্র আহত হয়েছেন।

রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় সংশ্লিষ্ট ক্যাম্পাসে এই ঘটনা ঘটেছে। আহতরা হলেন—মেহেদী হাসান শিমুল, আল আমিনসহ অজ্ঞাত প্রায় ১০ জন। তবে তাৎক্ষণিকভাবে আহত সবার নামপরিচয় জানা যায়নি।

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী, পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি। বিস্তারিত পরে জানানো হবে।

আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমান উল্লাহ এ ব্যাপারে বলেন, হলের সিট নবায়ন ইস্যুতে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে গণ্ডগোলের সূত্রপাত। বর্তমানে প্রশাসন ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

কলেজের সাধারণ শিক্ষার্থীরা জানায়, ছাত্রলীগের ছেলেরা আগে থেকেই হলে ছিল। এখন তারা আবারও হলে থাকার জন্য অধ্যক্ষের ওপর চাপ সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা করেছেন। এতে আমাদের অনেকে আহত হয়েছেন।

হলের শিক্ষার্থীদের দাবি, বহিরাগত শিক্ষার্থীদের প্রত্যক্ষ মদদে হলের শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *