শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫
শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫
ময়মনসিংহ

খেলাধুলা সকল বাজে নেশা থেকে মানুষকে দূরে রাখে : ইউএনও

শামীম খান, স্টাফ রিপোর্টার : খেলাধুলা সকল প্রকার বাজে অভ্যাস ও বাজে নেশা থেকে মানুষকে দূরে রাখতে পারে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে গৌরীপুর স্টেডিয়ামে তারুণ্যের উৎসব ক্রিকেট খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

এম সাজাজ্জুল হাসান বলেন, আমাদের দেশে মাদক একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। আমাদের শিক্ষার্থী, তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা মানুষকে সকল ধরণের বাজে অভ্যাস ও বাজে নেশা থেকে দূরে রাখে। খেলোয়াররা সাধারণত সাদা মনের মানুষ হয়ে থাকেন। আমাদের সন্তানদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আন্তরিক ও আগ্রহী করে গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, দেশ-বিদেশে এখন খেলাধুলার বাজার তৈরি হয়েছে। আমাদের দেশের ক্রিকেটাররা দেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি দেশের বাইরে লিগ খেলছে। নারী ফুটবলাররা সাফ চ্যাম্পিয়ন হয়েছে। খেলাধুলার কারণেই আন্তর্জাতিক অঙ্গণে আমাদের ছোট্ট দেশটি অন্যরকম পরিচিতি পেয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হাফেজ মোঃ আজিজুল হক, এসএম দুলাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল-আমিন, সাধারণ সম্পাদক শেখ মোঃ বিপ্লব প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *