শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
ময়মনসিংহরাজনীতিলীড নিউজ

শেখ হাসিনা তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছে : গয়েশ্বর

স্টাফ রিপোর্টার : শেখ হাসিনা তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, এক ১৫ আগস্টে শেখ মুজিবুরের জানাজায় লোক পেলাম না, আর এত বছর পরে ১৫ আগস্ট কোনো জায়গায় মাহফিলের আওয়াজ পেলাম না। আগে তো আর্মিরা মেরেছে, এখন শেখ হাসিনা নিজ হাতে তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছেন।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাটে উত্তর জেলা বিএনপির সদস্য সালমান ওমর রুবেলের আয়োজনে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, শেখ হাসিনা তার বাবাকে এমন মারা মেরেছেন- মসজিদে তার জন্য দোয়া করবে এমন লোকও খুঁজে পাওয়া যাচ্ছে না। সুতরাং আওয়ামী লীগ তাদের নেতার প্রতি অকৃতজ্ঞ।

ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, যারা পালিয়েছে তাদের ফেরত দেন। আমরা তাদের রিসিভ করব। আমরা কথা দিলাম, আমরা আপনাদের ওপর ন্যায়বিচার করব।

তিনি আরও বলেন, শেখ মুজিবুর রহমান বড় না জিয়াউর রহমান বড় এটা নিয়ে মাথা নষ্ট করে তাদের অপমান করার প্রয়োজন হয় না। যার যার অবস্থানে, যার যার দায়িত্বে সে সে শ্রেষ্ঠ। এটার জন্য সংবিধান বা অন্য কিছু লাগে না। আমরা বড় মানুষগুলোকে বড় করতে গিয়ে ছোট করে ফেলি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। এসময় প্রায় তিন হাজার চক্ষু রোগীকে প্রাথমিক চিকিৎসা ও ছানিপড়া রোগীদের বিনামূল্যে অপারেশনের জন্য সিলেকশন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *