রবিবার, ডিসেম্বর ২৯, ২০২৪
রবিবার, ডিসেম্বর ২৯, ২০২৪
বিনোদন

‘রাস্তাগুলো কখনোই নিরাপদ নয়’ : মেহজাবীন

বিনোদন ডেস্ক : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ধলেশ্বরী টোল প্লাজায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে ৬ জন নিহত হয়। এ ঘটনায় এক বাইকারের সাথে থাকা স্ত্রী এবং তার সাত বছরের সন্তান নিহত হয়েছে। তবে বেঁচে যান বাইকার। স্ত্রী এবং সন্তানহারা এই বাইকারের কষ্ট ছুঁয়ে গেছে অভিনেত্রী মেহজাবীনকে। তিনি হতভাগ্য লোকটির প্রতি সমবেদনা জানিয়েছেন।

স্ত্রী এবং সন্তান হারানো বাইকার লোকটির প্রতি তার অনুভূতি আটকে রাখতে পারেননি এই অভিনেত্রী। মেহজাবীন একটি পোস্ট শেয়ার করেছেন। পোস্টটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘আমি এই বাবার প্রতি সমবেদনা জানানোর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। নিজের প্রিয়জনকে চোখের সামনে মরতে দেখা মানে নিজের ভেতরেও একটা অংশ মরে যাওয়া। এই মানুষটা হয়তো এখন জীবিত, কিন্তু তার ভেতরটা পরিবারের সঙ্গে সঙ্গে ইতোমধ্যেই মারা গেছে। আল্লাহ তাকে বেঁচে থাকার তৌফিক দিন।’

অনিরাপদ সড়ক ব্যবস্থার প্রসঙ্গ টেনে এই অভিনেত্রী আরও লিখেছেন, ‘রাস্তাগুলো কখনোই নিরাপদ নয়। সারা বছর ধরে অসংখ্য ঘটনা ঘটে যা অবহেলার পরিচয় দেয়। কিন্তু এই ধরনের উদাসীনতা থামানোর জন্য কিছুই কার্যকর হচ্ছে না। যতদিন না বড় কোনও পদক্ষেপ নেওয়া হবে, ততদিন এটা প্রতিদিন শোনা, পড়া, অনুভব করা এবং ভুলে যাওয়ার গল্প হয়েই থেকে যাবে।’

বলা প্রয়োজন, শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ধলেশ্বরী টোল প্লাজার মাওয়ামুখী লেনে টোল দেওয়ার জন্য অপেক্ষমাণ ছিল প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ কয়েকটি যানবাহন। এ সময় দ্রুতগতির কুয়াকাটাগামী বেপারী পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজার ব্যারিয়ার অতিক্রম করে অপেক্ষমাণ প্রাইভেটকারকে চাপা দিয়ে বেশ কয়েকটি যানবাহনকে ধাক্কা দেয়। এতে ছয় জন নিহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *