বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

ময়মনসিংহ বিভাগীয় জিয়া ক্রিকেট টূর্ণামেন্টে লালদল জয়ী

মোঃ রাসেল হোসেন : ময়মনসিংহে জিয়া ক্রিকেট টূর্ণামেন্ট-২০২৪ এর বিভাগীয় পর্যায়ের টি-টুয়েন্টি খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সার্কিট হাউজ মাঠে বেলুন উড়িয়ে টূর্ণামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এনামুল হক মনি।

বিভাগীয় পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে টুর্ণামেন্ট সদস্য সচিব দেবব্রত পাল দেবু’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, জিয়া ক্রিকেট টূর্ণামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক রকিবুল ইসলাম বাবু ও সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন।

এসময় জুলাই-আগস্টে শহীদ সাগরের পিতা আসাদুজ্জামান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আফজাল এইচ খান, সাবেক এমপি নূরুল কবির শাহীন, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক, জামালপুর জেলা বিএনপির

সাধারণ সম্পাদক শামীম তালুকদার, শেরপুর জেলা বিএনপির সভাপতি ডা. সিরাজুল হক, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানসহ ক্রীড়া সংগঠক এবং বিএনপির কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলায় সবুজদলের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত টসে জিতে ব্যাট করে ২০ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১০৭ রানের টার্গেট দেয়। জবাবে লালদলের অধিনায়ক আরিফুল ইসলাম জনির নেতৃত্বে ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৮ রান করে জয়ী হয়। খেলায় লালদলের ফাহিম ম্যান অব দ্যা ম্যাচ হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *