মঙ্গলবার, মে ২৭, ২০২৫
মঙ্গলবার, মে ২৭, ২০২৫

ময়মনসিংহের ভালুকায় ভাবিকে গলা কেটে, কোদালের আঘাতে বীর মুক্তিযোদ্ধাকে হত্যা

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ভালুকায় ভাবিকে গলা কেটে ও একজন বীর মুক্তিযোদ্ধাকে কোদালের আঘাতে হত্যার অভিযোগ উঠেছে সাইদুল ইসলাম (৪০) নামের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির বিরুদ্ধে। এসময় আহত হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার (২৭ মে) বিকেল ৫টার দিকে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ সাইদুল ইসলামকে গ্রেফতার করে।

নিহতরা হলেন, ওই গ্রামের শহীদ মিয়ার স্ত্রী হাফেজা আক্তার (৫২) ও মৃত সলিম উদ্দিনের ছেলে বীর মুক্তিযোদ্ধা গাজী আশারাফ আলি আশু (৭০)। হাফেজা আক্তার সম্পর্কে সাইদুল ইসলামের ভাবি হন।

অপরদিকে আহতরা হলেন, একই গ্রামের আব্দুস সামাদ (৩৫), তার ভাই সাকিম (৩৫), বীর মুক্তিযোদ্ধা আলী শিকদার (৭৫) ও জেবুন নাহার (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় জীবনযাপন করছেন সাইদুল ইসলাম। বিকেলে বাড়ির পাশের হাফেজা আক্তার হাতে কাঁচি নিয়ে গরুর জন্য ঘাস তুলতে যান। এসময় সাইদুল হাতের কাঁচি কেড়ে নিয়ে হাফেজাকে জবাই করে হত্যা করেন। কিছুক্ষণ পর বীর মুক্তিযোদ্ধা গাজী আশরাফ আলি আশুকে কোদাল দিয়ে মাথায় আঘাত করেন। একই সময় আব্দুস সামাদ, সাকিম, বীর মুক্তিযোদ্ধা আলী শিকদার ও জেবুন নাহারকেও আহত করেন তিনি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা গাজী আশরাফ আলি আশুকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *