শনিবার, মার্চ ১৫, ২০২৫
শনিবার, মার্চ ১৫, ২০২৫

ট্রাম্পের শপথের আগে কিয়েভে হামলা জোরদার মস্কোর

আন্তর্জাতিক ডেস্ক : নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আগে ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। ট্রাম্প আগামী ২০ জানুয়ারি শপথ নিয়েই হোয়াইট হাউসের দায়িত্ব নেবেন।

গতকাল শুক্রবার কাতারের আল জাজিরা এবং স্কাই নিউজের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। রাাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, খেরসর, দোনেতস্ক ও লুহানক পিপলস রিপাবলিক এবং ঝাপোরিজজিয়া থেকে অবশ্যই ইউক্রেন বাহিনীকে সরে যেতে হবে।

রুশ নেতা আরো বলেছেন, যত তাড়াতাড়ি কিয়েভ এসব অঞ্চল থেকে তাদের বাহিনীকে সরিয়ে নেবে এবং ন্যাটোতে যোগ দেওয়ার পরিকল্পনা বাদ দিবে তখনই আমাদের পক্ষ থেকে যুদ্ধবিরতি এবং আলোচনার নির্দেশ আসবে।

এদিকে বিশ্লেষকরা ধারণা করছেন, ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক ও আর্থিক সহযোগিতা বন্ধ হয়ে যেতে পারে। গত ২৭ নভেম্বর, রুশ বাহিনী ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা চালিয়েছে। ইউক্রেন কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া ইউক্রেনে দেড় হাজার বিমান হামলা চালিয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *