বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
রাজনীতিলীড নিউজ

দেশের এক ইঞ্চি মাটির দিকে তাকালে, সমুচিত জবাব দেয়া হবে : এস এম জিলানী

কিশোরগঞ্জ সংবাদদাতা : জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, বাংলাদেশের এক ইঞ্চি মাটির দিকে তাকালে, তার সমুচিত জবাব দেয়া হবে।

তিনি বলেন, ‘ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা লং মার্চ করছি। ভারত নিজেদের গণতান্ত্রিক রাষ্ট্র দাবি করে, কিন্তু বাংলাদেশের মানুষের গণ-আন্দোলনে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও তার সকল দোসরদের আশ্রয় দিয়েছে। আপনাদের জানিয়ে দিতে চাই এই বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ না।

এই বাংলাদেশ শহীদ জিয়ার, খালেদার জিয়ার, তারেক রহমানের বাংলাদেশ।’

আজ বুধবার কিশোরগঞ্জের ভৈরব মোড়ে লং মার্চের পথসভায় স্বেচ্ছাসেবক দল সভাপতি এসব কথা বলেন।

বক্তব্যে ভারতের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে জিলানী বলেন, ভারত বাংলাদেশের বন্ধু না। বিশেষ করে যেখানে শেখ হাসিনা থাকে, বাংলাদেশের শত্রু থাকে, সেই ভারত বাংলাদেশের বন্ধু হতে পারে না।

বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক রাজিব আহসান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. জুয়েলসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পথ সভা ও লং মার্চে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে ঢাকা থেকে আগরতলা অভিমুখে এ লং মার্চের আয়োজন করে। পথে ভৈরব মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়।

ভৈরবে সংক্ষিপ্ত সমাবেশ শেষে লংমার্চটি আখাউড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

এর আগে আজ বুধবার সকাল ৯ টায় রাজধানীর নায়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লং মার্চ শুরু হয়। লং মার্চ শুরুর আগে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *