শনিবার, ডিসেম্বর ১৪, ২০২৪
শনিবার, ডিসেম্বর ১৪, ২০২৪
নেত্রকোনা

নেত্রকোনায় খুতবা শেষে অসুস্থ হয়ে খতিবের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি : খুতবা শেষে নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের খেলাফত মজলিশের সভাপতি মুফতি মাহবুবুর রহমানের মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাহবুবুর রহমানের বড় ভাই আব্দুল মান্নান।

মাহাবুবুর রহমান ওই উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের মহিউদ্দিন মুন্সির ছেলে।

আব্দুল মান্নান বলেন, মাহবুবুর রহমান নরসিংদি জেলার মাধবদী উপজেলার একটি মসজিদের খতিব ও একটি মাদরাসার মোহতামীম ছিলেন। শুক্রবার প্রতি জুমার মতো নামাজের আগে ইসলামিক আলোচনার পর খুতবা পাঠ করেন মাহবুব। খুতবা শেষে মুসল্লিদের সুন্নত নামাজ আদায় করার জন্য বলেন। এক পর্যায়ে মাহবুব অজ্ঞান হয়ে পড়েন। মুসল্লিরা নামাজ রেখেই প্রথমে মাধবদী হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থা গুরুতর থাকায় কর্মরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তির পর রাত ৯টায় তিনি মারা যান।

চিকিৎসক জানিয়েছেন, মাহবুবুর রহমান ব্রেইন স্ট্রোক করেছেন। তার মৃত্যুতে কর্মস্থল, গ্রামের বাড়ি ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে আসে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *