বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

ময়মনসিংহে মাটি খুঁড়ে মিলল কিশোরের বস্তাবন্দি মরদেহ

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় মো. রিফাত মিয়া (১৩) নামে এক কিশোর ভ্যানচালকের মাটি চাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের মধ‍্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দুল্লা ইউনিয়নের নরকুনা গ্রামের একটি ফসলি জমি থেকে মুটি খুঁড়ে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. রিফাত নরকুনা গ্রামের মধ্যপাড়া এলাকার মফিজুল ইসলামের ছেলে। সে ভ‍্যানচালক ছিল।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খবরের সত‍্যতা নিশ্চিত করে জানান, গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় কয়েকজন ব্যক্তি কিশোর রিফাতের ভ্যান গাড়িটি ছিনতাইয়ের উদ্দেশে ভাড়া করে বিভিন্ন এলাকায় ঘুরতে থাকে। এরপর সুযোগ বুঝে রাত ১০টার দিকে চালককে গলাকেটে হত্যা করে মাটিচাপা দিয়ে রাখে। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে রিফাতকে না পেয়ে রাতেই থানায় সাধারণ ডায়েরি করেন।

এ ঘটনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় ২ ফেব্রুয়ারি রাতে এ ঘটনায় জড়িত পার্শ্ববর্তী গ্রামের মিরাজ (২৩) নামে একজনকে আটক করে পুলিশ। পরে তার দেখানো জায়গা থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *