রবিবার, মার্চ ১৬, ২০২৫
রবিবার, মার্চ ১৬, ২০২৫

বায়ুদূষণ নিয়ন্ত্রণে এয়ার পিউরিফায়ারের ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : ঢাকাসহ সারাদেশে বায়ুদূষণ নিয়ন্ত্রণে এয়ার পিউরিফায়ারের ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। এজন্য জাতীয় রাজস্ব বোর্ড পিউরিফায়ারের উপর বিদ্যমান শুল্ক কমাবে। এ বিষয়ক উদ্যোগ নেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

বুধবার (১ জানুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের মধ্যে আছে, ঢাকাসহ সারাদেশে বায়ুদূষণ নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ ও করণীয় নির্ধারণে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সুপারিশগুলো কারিগরি পর্যায়ে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়ন করতে হবে।

এছাড়া ইটভাটাকেন্দ্রিক বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে অর্থ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনাপূর্বক ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করতে হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *