জমকালো আয়োজনে দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেসের এক দশকে পদার্পণ উদযাপন
স্টাফ রিপোর্টার : পাঠক নন্দিত স্থানীয় সংবাদপত্র দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেস একদশকে পদার্পণ করেছে। দশকপূর্তির এই দিনে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের শ্লোগান ছিলো ‘পথের খোঁজে বহুপথ, সত্যে থাকার হোক শপথ’ ও ‘সত্য সুন্দর ন্যায়ের পক্ষে’। দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেসের এক দশকে পদার্পন উপলক্ষে বর্ণিল আয়োজন করা হয় ময়মনসিংহ নগরের শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানের বৈশাখী মঞ্চের বিপরীত দিকে।
রবিবার বিকেলে অনুষ্ঠানের সময় নির্ধারিত থাকলেও অনুষ্ঠানস্থলে গণমাধ্যমকর্মীরা আগে ভাগেই হাজির হতে শুরু করেন। স্থানীয় সংবাদপত্রের নান্দনিক আয়োজন দেখতে জড়ো হন নানা শ্রেণি পেশার মানুষ। দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেসকে নিয়ে শুভেচ্ছা কথন, কেককাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয় দশকে পদার্পনের দিনটি।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মো. আশরাফুর রহমান । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রহ্মপুত্র এক্সপ্রেসের সম্পাদক আবু সালেহ মো. মূসা। সমাপনী বক্তব্য রাখেন প্রধান সম্পাদক মো. মুনসুর আলম চন্দন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায় ও ব্রহ্মপুত্র এক্সপ্রেসের উপ সম্পাদক মাহমুদুল হাসান মিলন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিহাব উদ্দিন আহমদ, বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিল, বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ শাখার এসিস্ট্যান্ড সেক্রেটারী মাহবুবুর রশিদ ফরাজী, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি এমজি মাসুম রাসেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের সমন্বয়ক গোকূল সূত্রধর মানিক,ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি মোশাররফ হোসেন, সাবেক সহ-সভাপতি এ জেডএম ইমাম উদ্দিন মুক্তা, বলেন, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলী, সাংবাদিক নেতা মীর গোলাম মোস্তফা, ব্যবসায়ী মোজাম্মেল হোসেন প্রমুখ।
শুভেচ্ছা কথন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে গান পরিবেশন করেন কণ্ঠরাজ অপু, মিজান বাউলা, মিতু ও জ্যোতিসহ এক ঝাক প্রতিশ্রুতিশীল শিল্পী।