গৌরীপুরে যৌথ বাহিনীর অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার
শামীম খান, স্টাফ রিপোর্টার : বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীকে কুপিয়ে আহত করার ঘটনায় ময়মনসিংহের গৌরীপুরে যৌথ বাহিনীর অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ওই ছাত্রলীগ নেতার নাম মোস্তাক আহমেদ নোমান (২৩)।
সে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। রোববার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গৌরীপুর পৌর শহরের কালীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত এই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মোবারক হোসেন অভিকে (২২) কুপিয়ে আহত করা এবং বিগত বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। গৌরীপুর সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর জায়েদিদ এবং ক্যাপ্টেন ইমতিয়াজ এই গ্রেপ্তার অভিযানের নেতৃত্ব দেন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মাজহারুল হক নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৯ ডিসেম্বর রাতে ব্যাটমিন্টন খেলার সময় পৌর শহরের কালীবাড়ী মধ্যতরফ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মোবারক হোসেন অভিকে (২২) কুপিয়ে মারাত্মক আহত করে ছাত্রলীগ নেতা নোমান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
আহত অভি বলেন, বিগত আন্দোলনে সামনের সারিতে ভূমিকা রাখায় এবং ফেসবুকে নিয়মিত পোস্ট করায় আমার ওপর ক্ষিপ্ত ছিল নোমান। এ ঘটনায় সে আমাকে দেখে নেওয়ার হুমকিও দিয়েছিল সে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ওসি মাজহারুল।