বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক : ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

একইসঙ্গে তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) বিএফআইইউয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউয়ের চিঠিতে বলা হয়েছে।

যে সাংবাদিকদের হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান, টিভি টুডে প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল, দৈনিক বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক চৌধুরী জাফরুল্লাহ শারাফাত, ওয়াশিংটনের সাবেক প্রেস মিনিস্টার সাজ্জাদ হোসেন সবুজ, গাজী টিভির এডিটর (রিসার্চ) অঞ্জন রায়, দৈনিক আমার সময়ের প্রধান সম্পাদক আব্দুল গাফফার খান, ডিবিসি নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর নাজনীন মুন্নি, ইনডিপেন্ডেন্ট টিভির প্রধান বার্তা সম্পাদক আশীষ ঘোষ সৈকত, সময় টিভির চট্টগ্রাম ব্যুরো চিফ কমল দে, যুগান্তরের সাবেক নারায়ণগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদ ও এক্সিম ব্যাংকের হেড অব পিআরও সঞ্জীব চ্যাটার্জী।

যাদের হিসাব স্থগিত করা হয়েছে, তাদের হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণীর যাবতীয় তথ্য চিঠি দেওয়ার তারিখ থেকে দুই কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে চিঠিতে।

হিসাব জব্দ হওয়া ব্যক্তি ও তাদের ব্যক্তি মালিকানা ব্যবসায়িক অ্যাকাউন্টের সব ধরনের লেনদেন আগামী ৩০ দিন বন্ধ থাকবে। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *