সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪
সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪
খেলাধুলা

আবারও শীর্ষে থেকে বছর শেষ আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক : গত বছরের মতো এবারও ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই বছর শেষ করল আর্জেন্টিনা। সবশেষ ফিফা উইন্ডো অম্লমধুরভাবে কেটেছে বিশ্বচ্যাম্পিয়নদের।

পেরুর বিপক্ষে জিতলেও বিশ্বকাপ বাছাইপর্বে হেরেছে প্যারাগুয়ের কাছে। তাতে অবশ্য শীর্ষস্থান নড়বড় হয়নি তাদের।

শুধু আর্জেন্টিনাই নয়, সেরা দশে থাকা কারোরই অবস্থান পরিবর্তন হয়নি। আগের মতোই দুইয়ে ফ্রান্স, তিনে স্পেন, চারে ইংল্যান্ড, পাঁচে ব্রাজিল, ছয়ে পর্তুগাল, সাতে নেদারল্যান্ডস, আটে বেলজিয়াম, নয়ে ইতালি ও দশে আছে জার্মানি।

অপরিবর্তিত রয়েছে বাংলাদেশও। ফিফা উইন্ডোতে গত মাসে মালদ্বীপের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে তারা। প্রথমটি হারলেও জিতেছে পরের ম্যাচে। তাই র‍্যাঙ্কিংয়ে ১৮৫’তেই আছে হাভিয়ের কাবরেরার দল।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার ওপরে রয়েছে ভারত। এক ধাপ এগিয়ে তাদের অবস্থান ১২৬। এছাড়া বাংলাদেশের আগে রয়েছে মালদ্বীপ (১৬২), নেপাল (১৭৫), ভুটানও (১৮২)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *