বুধবার, মার্চ ১২, ২০২৫
বুধবার, মার্চ ১২, ২০২৫

ইজতেমা শেষে ট্রেনে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন মুসল্লিরা

নিজস্ব প্রতিবেদক : আখেরি মোনাজাতের পর বাড়ি ফিরতে শুরু করেছেন বিশ্ব ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিরা। বাস, ট্রেনসহ বিভিন্ন যানবাহনে গন্তব্যে পাড়ি দিচ্ছেন তারা। মুসল্লিদের সুবিধার্থে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে প্রশাসন। তবে লাখো মুসল্লির তুলনায় অপ্রতুল যানবাহন থাকায় অনেকে ঝুঁকি নিয়ে ট্রেনসহ বিভিন্ন যানবাহনে রওনা দিয়েছেন।

ইজতেমায় অংশ নিতে আসা মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে সাত জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। ইজতেমা চলাকালে জয়দেবপুর কমিউটার ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন শনিবার বাতিল করে শুক্রবার করা হয়েছে। বর্ধিত যাত্রী পরিবহনের জন্য বিশেষ ট্রেন পরিচালনার পাশাপাশি এক্সপ্রেস, কমিউটার এবং লোকাল ট্রেনগুলোতে অতিরিক্ত বগি সংযোজন করা হয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি আন্তনগর ট্রেন টঙ্গী রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করছে।

আখেরি মোনাজাত শেষে সবােই একযোগে বাগি ফিরতে শুরু করায় নির্ধারিত ট্রেনে দেখা যায় উপচেপড়া ভিড়। নিষেধাজ্ঞার পরেও অনেকে ট্রেনের ছাদ, ইঞ্জিনের সামনের অংশে চড়ে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন।

সকাল ৯টা ৩৫ মিনিটে মোনাজাত শেষে টঙ্গী স্টেশন রোড, টঙ্গী বাজার, চেরাগ আলী, কলেজ গেট, মিলগেট, কামারপাড়া, আব্দুল্লাহপুর, বিমানবন্দর, উত্তরা, দৌড় ব্রিজসহ ইজতেমা ময়দান থেকে বের হওয়ার সব সড়কে ছিল মুসল্লিদের ঢল।

টঙ্গী রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ রকিব বলেন, ‘স্বাভাবিক সিডিউলে সাত জোড়া বিশেষ ট্রেনসহ অন্যান্য ট্রেন চলাচল করছে।’

এ ছাড়া সড়কপথে ট্রাক, পিকআপ ও অটোরিকশায় গন্তব্যে যেতে দেখা গেছে মুসল্লিদের। মুসল্লিরা বলছেন, সার্বিক ব্যবস্থাপনা ভালো থাকায় আখেরি মোনাজাতে তেমন ভোগান্তি হয়নি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *