বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

শিল্পকলা একাডেমির দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন ইউএনও

শামীম খান গৌরীপুর প্রতিনিধি : বৃক্ষরোপন করে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শিল্পকলা একাডেমির দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি এম সাজ্জাদুল হাসান।

গৌরীপুর শিল্পকলা একাডেমির বিভিন্ন গ্রুপের নিয়মিত শিল্পীদের জন্য আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার সকাল ১১টায় উদ্বোধন করেন তিনি।

এর আগে তাঁকে ফুলের তোড়া ও শুভেচ্ছা স্মারক দিয়ে বরণ করে নেন শিল্পকলার নেতৃবৃন্দ। পরিবেশন করা হয় বরণ সংগীত ও ঐতিহ্যবাহী গৌরীপুর সংগীত।

গৌরীপুর একাডেমিক সুপারভাইজার ও শিল্পকলার সদস্য সচিব কমল রায়ের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, ওস্তাদ এম এ হাই, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ বিপ্লব, অপূর্ব শিল্পীগোষ্ঠীর পরিচালক জনি হামিদ প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালাটি শুক্রবার বিকালে সনদপত্রং ও পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *