সিনেমার মাধ্যমে একটি জাতিকে উজ্জীবিত করা যায় : বিধান রঞ্জন রায়
স্টাফ রিপোর্টার : সংস্কৃতির নতুন রূপ হচ্ছে সিনেমা, যা সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে চলছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
শুক্রবার (২২ নভেম্বর) দিনভর নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে ইউরোপিয়ান আর্ট হাউস সিনেমা-ডে’র নবম আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, সিনেমার মাধ্যমে একটি জাতিকে উজ্জীবিত করা যায়। তাই ভালো সিনেমা বিনির্মাণের বিকল্প নেই।
তিনি আরও বলেন, ঢাকা থেকে বের হয়ে ময়মনসিংহে এমন একটি অনুষ্ঠান সত্যিই প্রশংসনীয়। এতে দেশের সুস্থ ধারার সংস্কৃতির বিকাশ ঘটবে।
এ সময় বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই বলেছেন, এদেশের সংস্কৃতি খুবই চমৎকার। আজকের অনুষ্ঠানের মাধ্যমে এদেশের সংস্কৃতি বিদেশেও স্থান করে নেবে। সংস্কৃতির বিকাশ ঘটলে দেশের উন্নয়ন সাধিত হয়। সুস্থ সংস্কৃতির বিকাশে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোখতার হোসেনের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনেস্কোর বাংলাদেশের প্রধান ড. সুসান ভাইজ, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. মো. আশরাফুর রহমান, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মাহফুজুল আলম মাসুম এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. প্রদীপ চন্দ্র কর।
এছাড়া ইউরোপীয় ইউনিয়নের উন্নয়ন সহযোগিতা সংস্থার প্রধান ড. মিশাল ক্রিঝা ও ইউরোপীয় ইউনিয়নের ক্লাইমেট চেঞ্জ দলের বাংলাদেশ প্রতিনিধি প্রধান মি. হুবার্ট ব্লম প্রমুখ।
দিনব্যাপী আয়োজনে সমসাময়িক ইউরোপিয়ান আর্ট হাউজ চলচ্চিত্র প্রদর্শনী, একটি বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বাংলাদেশ প্রিমিয়ার আয়োজনের পাশাপাশি সিনেমা নিয়ে আলোচনা, ময়মনসিংহ শহরের ঐতিহাসিক স্থানগুলো ভ্রমণের আয়োজন করা হয়।