গৌরীপুরে ডেভিল হান্ট অভিযানে আ.লীগ নেতাসহ গ্রেফতার ৮
শামীম খান, স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের গৌরীপুরে ডেভিল হান্ট অভিযানে তিন আওয়ামী লীগ নেতা সহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার ও সোমবার অভিযান চালিয়ে তাদের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার অচিন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খসরুজ্জামান বাবুল, ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফয়সাল, নিয়মিত মামলায় আসামি শামছুদ্দিন, ওয়ারেন্টভুক্ত আসামি শহীদ মিয়া ও সন্দেহভাজন হিসেবে খালেক মিয়া , হারুন ও রবিন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মাযহারুল আনোয়ার জানান, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। ডেভিল হান্ট অভিযান অব্যাহত আছে, কোথাও কোন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের তাৎক্ষণিক গ্রেফতার করা হবে।