মেঘনায় ধরা পড়লো সাড়ে ৯ কেজি ওজনের আইড় মাছ
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবের মেঘনায় ঘেরে ধরা পড়েছে সাড়ে ৯ কেজি ওজনের আইড় মাছ। বিশাল আকৃতির মাছটি দেখতে ভিড় করেন দর্শনার্থী ও বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতারা।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভৈরব শহরের পুলতাকান্দা এলাকার মেঘনা ফেরিঘাটের সেভেন স্টার মৎস্য আড়তে গিয়ে এমন দৃশ্য দেখা যায়।
আড়ত মালিক সূত্রে জানা যায়, ভৈরবের মেঘনা নদীতে একটি ঘেরে সাড়ে ৯ কেজি ওজনের আইড় মাছ ধরা পড়ে। মাছটি আড়তে বিক্রির জন্য ঢালায় সাজিয়ে রাখার পর ক্রেতা ও দর্শনার্থীরা ভিড় করেন। শেষ পর্যন্ত মাছটি দুই হাজার ৭০ টাকা প্রতি কেজি দরে ১৯ হাজার ৬৬৫ টাকায় বিক্রি হয়।
এ বিষয়ে সেভেন স্টার মৎস্য আড়তের মালিক মো. আমির হোসেন জানান, দুপুরের দিকে ভৈরবের মেঘনা নদীর একটি ঘের থেকে মাছটি ধরা পড়ে। এই বিশাল আকৃতির মাছটি প্রথমে মুখলেছ মিয়ার মৎস্য আড়তে বিক্রির জন্য নিয়ে আসেন ঘের মালিক রহমান মিয়া। পরে তাদের কাছ থেকে বিশাল আকৃতির মাছটি বিক্রির জন্য নিয়ে আসি।