শনিবার, মে ৩, ২০২৫
শনিবার, মে ৩, ২০২৫

সুখবর দিলেন মেহজাবীন

বিনোদন ডেস্ক : ছোট পর্দায় প্রায় এক দশক ধরে দাপট ধরে রেখে সাম্প্রতিক সময়ে পরপর বড় পর্দায় কাজ করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বলা বাহুল্য, তিনি এতটাই সফল যে, তার অভিনীত ছবি ঘুরে বেরিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে; তার একটি ছবি ‘প্রিয় মালতী’।

সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত শঙ্খ দাশগুপ্ত পরিচালিত এই ছবি দেশ বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে বেশ প্রশংসা কুড়িয়েছে। গেল ডিসেম্বরে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ছবির পুরস্কার জিতে নেয় ‘প্রিয় মালতী’। এবার তার এই চলচ্চিত্র নিয়ে আরও এক সুখবর দিলেন মেহজাবীন; কারণ, ‘প্রিয় মালতী’র ঝুলিতে এলো আরও একটি পুরস্কার। লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবের অষ্টম আসরে দর্শক পুরস্কার অর্জন করেছে এই ছবি।

সম্প্রতি এক ফেসবুক পোস্টে সুখবরটি জানিয়েছেন অভিনেত্রী নিজেই। আর এ খবরে রীতিমতো উচ্ছ্বসিত অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে খবরটি জানিয়ে ছবির পরিচালক শঙ্খ দাসগুপ্ত লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ‘প্রিয় মালতী’ লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবের দর্শক পুরস্কার জিতেছে। আমাদের গল্পে যারা বিশ্বাস রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।’ আর সেই পোস্টটিই মূলত শেয়ার করে এই আনন্দের খবরটি ভাগ করে নেন মেহজাবীন। ভক্তরাও তার জন্য প্রশংসা ও শুভকামনায় ভরিয়ে দেন।

এ নিয়ে মেহজাবীন গণমাধ্যমে বলেন, ‘অনেক দুঃসময় পেরিয়ে আজ এখানে পৌঁছেছি। রাজীবের (নির্মাতা আদনান আল রাজীব) সঙ্গে সাফল্য উদযাপন করছি। এ অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন।’

গত ২২ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয় লন্ডনের এই বাঙালি চলচ্চিত্র উৎসব। ‘প্রিয় মালতী’ সেখানে দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পায় বলে জানা গেছে। এছাড়াও এর আগে ‘প্রিয় মালতী’ কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ প্রদর্শিত হয়, সেখানেও দর্শকের সাড়া ছিল দারুণ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *