ডাকসু নির্বাচনের প্রস্তুতি, জানা গেলো রোডম্যাপ
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রস্তুতি জোরেশোরে এগিয়ে চলছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনী রোডম্যাপ বা পথনকশা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী মে মাসের প্রথমার্ধেই নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ সম্পন্ন হবে। এরপর মে মাসের মাঝামাঝিতে চূড়ান্ত করা হবে ভোটার তালিকা। তবে এখনো নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। নির্বাচন কমিশন গঠনের পরই নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করবে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ডাকসু নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং সুসংগঠিতভাবে আয়োজনের লক্ষ্যে ২০২৪ সালের ডিসেম্বর থেকেই বিভিন্ন অংশীজন, ছাত্র সংগঠন, ডিন, প্রভোস্ট ও বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করেছে। এরই ধারাবাহিকতায় ডাকসুর গঠনতন্ত্র চূড়ান্ত করে ছাত্র সংগঠনগুলোর কাছে পাঠানো হয় এবং কোড অব কন্ডাক্ট রিভিউ কমিটি গঠন করে সাতটি সভা অনুষ্ঠিত হয়। এই প্রক্রিয়া বর্তমানে সিন্ডিকেটের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
প্রসঙ্গত, সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ২০১৯ সালের ১১ মার্চ, দীর্ঘ ২৮ বছর পর। এরপর থেকেই শিক্ষার্থীদের মাঝে নিয়মিত নির্বাচনের দাবি জোরালো হয়। নতুন করে ঘোষিত এই উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে ফিরে এসেছে আশাবাদের সুর।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আশাবাদ ব্যক্ত করেছে, শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন আয়োজন সম্ভব হবে।