রবিবার, এপ্রিল ১৩, ২০২৫
রবিবার, এপ্রিল ১৩, ২০২৫

পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। রোববার (১৩ এপ্রিল) দেওয়া এক বার্তায় তিনি বাংলা নববর্ষ ১৪৩২-এর প্রথম দিন উদযাপন উপলক্ষে জাতিকে উষ্ণ শুভেচ্ছা জানান। তিনি বলেন, “শুভ নববর্ষ ১৪৩২। এই উপলক্ষে আমি সকল দেশবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।”

প্রধান উপদেষ্টা তার বার্তায় উল্লেখ করেন, “পহেলা বৈশাখ” বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী ও অমূল্য এক উৎসব, যা বাঙালির ঐক্য এবং মহা পুনর্মিলনের প্রতীক। তিনি বলেন, “বংশ, ধর্ম বা বর্ণ নির্বিশেষে সমগ্র বাঙালি জাতি এই দিনে নবচেতনা ও নতুন অঙ্গীকারে একত্রিত হয়।” তিনি আরও বলেন, “এই দিনে মানুষ নিজেদের অতীত দুঃখ, হতাশা ও বোঝা থেকে মুক্ত হয়ে, একে অপরের সঙ্গে সম্প্রীতি, বন্ধুত্ব, আনন্দ এবং ভালোবাসার চেতনায় মিলিত হয়।”

অধ্যাপক ইউনূস বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস সম্পর্কেও আলোকপাত করেন। তিনি বলেন, “মুঘল সম্রাট আকবরের রাজত্বকালে বাংলা নববর্ষ উদযাপন শুরু হয়েছিল। কৃষিকাজ সহজতর করার জন্য আকবর বাংলা বছরকে ‘ফসলি বছর’ হিসেবে গণনা শুরু করেন, যা আজকের দিনে সমগ্র বাঙালির জন্য ধর্মনিরপেক্ষ ঐক্যের চেতনার প্রতীক হয়ে উঠেছে।”

নতুন বছরকে স্বাগত জানাতে তিনি দেশবাসীকে উদ্যমী হতে আহ্বান জানান। তিনি বলেন, “আসুন, আমরা অতীতের সকল দুঃখ, কষ্ট এবং দুর্ভাগ্যকে পেছনে ফেলে নতুন আশা, শক্তি এবং উৎসাহ নিয়ে সামনে এগিয়ে যাই।” এছাড়া তিনি ২৪ সালের গণঅভ্যুত্থানকে স্মরণ করে বলেন, “এই অভ্যুত্থান আমাদের বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও প্রাণবন্ত বাংলাদেশ গড়ে তোলার পথ উন্মুক্ত করেছে।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “এ বছর যেন আমাদের যৌথ অঙ্গীকারের মাধ্যমে একটি নতুন জাতি গঠনের অঙ্গীকার হয়, যা সবার জন্য সমান সুযোগ এবং শ্রদ্ধা নিশ্চিত করবে।” তিনি নববর্ষ উপলক্ষে গৃহীত সকল উদ্যোগের সফলতা কামনা করেন।

এদিকে, পহেলা বৈশাখ উপলক্ষে দেওয়া আরেকটি বার্তায় অধ্যাপক ইউনূস ২৪ সালের গণঅভ্যুত্থানকে স্মরণ করেন। তিনি বলেন, “এই গণঅভ্যুত্থান আমাদের সামনে একটি বৈষম্যহীন, সুখী এবং শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “আমরা নববর্ষের এই দিনটিতে একটি নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে, আগামীর দিকে পদক্ষেপ নিতে প্রতিজ্ঞাবদ্ধ হই।” তিনি উল্লেখ করেন, “পহেলা বৈশাখ আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতীক, যা দেশের প্রতিটি নাগরিকের মধ্যে একতা এবং মিলন আবেগকে শক্তিশালী করে।”

প্রধান উপদেষ্টা তার বার্তায় নববর্ষ উপলক্ষে সকল দেশবাসীকে শুভেচ্ছা জানান এবং পহেলা বৈশাখ উদযাপনকে আরও উজ্জীবিত করতে সকলের প্রতি আহ্বান জানান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *