বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

ময়মনসিংহে সাংবাদিকদের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ইফতার ও ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ময়মনসিংহের বেকার ও সমস্যাগ্রস্ত সাংবাদিকদের মাঝে খাদ্য সহায়তা ইফতার ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা। সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম. আইয়ুব আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি নওয়াব আলী। অনুষ্ঠানের প্রধান অতিথি ২০ জন সাংবাদিকের হাতে খাদ্য সহায়তা ইফতার ও ঈদ উপহার তুলে দেন। এসময় ময়মনসিংহে কর্মরত প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *