বুধবার, মার্চ ১২, ২০২৫
বুধবার, মার্চ ১২, ২০২৫

ময়মনসিংহে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেছে ছাত্র-জনতা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সার্কিট হাউজ মাঠ সংলগ্ন ম্যুরালটি হাতুড়ি-শাবল নিয়ে ভাঙচুর করা হয়।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলা কমিটির সদস্য সচিব আলী হোসেন, কমিটির মুখপাত্র ফয়সাল ফারনিম, মহানগর কমিটির সদস্য সচিব আল নুর মো. আয়াস ও যুগ্ম আহ্বায়ক নাফিউস রোহানসহ ১৫-২০ জন উপস্থিত ছিলেন।

আলী হোসেন বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে থেকে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে উসকানি দিচ্ছেন। এতে আরও ক্ষিপ্ত হয়েছে দেশের ছাত্র-জনতা। তাই ধানমন্ডির ৩২ নম্বরের মতো ময়মনসিংহেও শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ছাত্র-জনতা ভেঙে ফেলেছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে দেশে আনতে হবে। তার হাতে এখনো রক্তের দাগ লেগেছে আছে। প্রকাশ্যে তাকে ফাঁসিতে ঝোলাতে হবে।

এদিকে একই সময়ে ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে থাকা বঙ্গবন্ধু হলের মুজিব ম্যুরাল ভাঙচুর করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *