বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
জাতীয়ধর্মলীড নিউজ

আখেরি মোনাজাতে শেষ হলো প্রথম পর্বের বিশ্ব ইজতেমা

নিজস্ব প্রতিবেদক : টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো মুসল্লিদের মিলনমেলা, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ০৮ মিনিটে মোনাজাত শুরু হয়।

আখেরি মোনাজাত চলে ১৯ মিনিট। এবার ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের মাওলানা জুবায়ের।
এর আগে বাদ ফজর বয়ান করেন ভারতের বেঙ্গালুরুর তাবলিগের শীর্ষ মুরুব্বি ভাই ফারুক। এর তরজমা করেন মুফতি আমানুল হক। সকাল সাড়ে ৯টার দিকে ভারতের মাওলানা আব্দুর রহমান হেদায়াতি বয়ান করে। পরে সঙ্গে সঙ্গে এর তরজমা করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। হেদায়াতি বয়ানের পর নসিয়তমূলক বক্তব্য পেশ করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেউলা। এরপর বাংলায় অনুবাদ করেন মাওলানা জুবায়ের। নসিয়তমূলক বক্তব্য শেষে শুরু হয় আখেরি মোনাজাত।

বিশ্ব ইজতেমার ময়দান ও আশপাশ এলাকায় অবস্থান নিয়ে আল্লাহর দরবারে দুই হাত তুলে প্রতিপালকের কাছে ক্ষমা চেয়ে কান্নার বুক ভাসায় লাখ লাখ মুসল্লি।

মহান আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাত প্রার্থনা করেন। ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ কামনায় দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি স্রষ্টার দরবারে কান্নাকাটি করেন। আখেরি মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মার ঐক্য, শান্তি ও কল্যাণ কামনা করা হয়। বিশ্বের পথভ্রষ্ট মুসলিমদের সঠিক পথে চলা এবং তাবলিগের কাজে সবাইকে নিয়োজিত হওয়ার তাওফিক কামনা করা হয়। লাখো কণ্ঠে উচ্চারিত হয় আমিন-আমিন ধ্বনি।

বিশ্ব ইজতেমার শেষ ও গুরুত্বপূর্ণ বিষয় হলো আখেরি মোনাজাত। মহান আল্লাহর সান্নিধ্য পেতে, সর্বশক্তিমানের কাছে গুনাহ মাফ চাইতে জানাতে মুসল্লিরা আখেরি মোনাজাতে অংশ নেন। এসময় আমিন আমিন ধ্বনিতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। আখেরি মোনাজাতের সময় টঙ্গীর তুরাগ নদীর তীর পরিণত হয় মুসল্লিদের জোয়ারে।

বিশ্ব ইজতেমা সাধারণত তাবলিগ জামাতের বৈশ্বিক যেকোনো বড় সমাবেশ। বাংলাদেশের গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয়ে থাকে এ তাবলিগ জামাতের এ বার্ষিক মিলনমেলা। বিশ্ব ইজতেমা, যা বিশ্বে সর্ববৃহৎ। এতে অংশগ্রহণ করেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা।

গত ৩১ জানুয়ারি আমবয়ানের মধ্য দিয়ে দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লি ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের লাখ লাখ মুসল্লি উপস্থিত হয় টঙ্গীর তুরাগ তীরে এ ইমানি মজমায়। ইসলামের মৌলিক বিশ্বাস, ধর্মের পূর্ণাঙ্গ অনুশীলন এবং আলো আঁধারে অবিরাম ইবাদতে মুখরিত হয় টঙ্গীর তুরাগ তীর।

আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকে টঙ্গীর ইজতেমা স্থলে আসতে থাকে মুসল্লিরা। নানান ভোগান্তির পরেও মুসল্লিরা আল্লাহর সন্তুষ্ট লাভের আশায় ময়দানে আসে আখেরি মোনাজাতে অংশ নিতে। লাখ লাখ মুসল্লি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ফ্লাইওভার, বিভিন্ন ভবনের ছাদ, নৌকা, ব্রিজ ও অলিগলিতে অবস্থান নিয়ে আখেরি মোনাজাতে অংশ নেন। এবার ৫৮ তম বিশ্ব ইজতেমার প্রথম ও দ্বিতীয় পর্বের আয়োজন ও অংশগ্রহণ করেন তাবলিগ জামাতের শুরায়ি নেজাম অনুসারী মুসল্লিরা।

এবার ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম ও দ্বিতীয় পর্বের আয়োজন ও অংশগ্রহণ করেন শুরায়ি নেজাম অনুসারী মুসল্লিরা। দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো শুরায়ি নেজাম অনুসারী মুসল্লীদের বিশ্ব ইজতেমা।

এবারের ইজতেমার প্রথম ও দ্বিতীয় পর্বে অংশ নিয়ে তাবলিগ জামাতের ৯ জন মুসল্লির মৃত্যু হয়েছে।

আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে ৫৮তম বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। এর আয়োজন ও অংশগ্রহণ করবেন মাওলানা সাদ অনুসারী মুসল্লিরা। পরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ১৬ ফেব্রুয়ারি শেষ হবে তাবলিগ জামাত আয়োজিত এবারের ৫৮তম বিশ্ব ইজতেমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *