বুধবার, মার্চ ১২, ২০২৫
বুধবার, মার্চ ১২, ২০২৫

গৌরীপুরে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

শামীম খান, স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) বিকালে শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

অচিন্তপুর ইউনিয়ন কৃষকদল সভাপতি বিল্লাল হোসেন মুন্সির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষকদল সভাপতি এডভোকেট আবুল বাশার আকন্দ।

তিনি বলেন, কৃষকরা সারা জীবন অবহেলিত। বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদের বীজ, সার ও বিদ্যুৎ এর সংকট দূর করা হবে।

উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম মিলনের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সভাপতি সাইফুল ইসলাম মিলন, সাধারন সম্পাদক কাজী এনামুল হক, পৌর কৃষকদলের সভাপতি শাহী মুন্সী, সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ উবায়দুল্লাহ সুমন, বিএনপি নেতা আব্দুস সবুর মিল্টন, সারোয়ার মল্লিক, যুবদল নেতা আনোয়ার হোসেন মীর সবুজ, কৃষকদল নেতা আঃ রউফ, আলমগীর হেসেন, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *