বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২৫
ময়মনসিংহলীড নিউজ

গৌরীপুরে যাত্রা শুরু করল ডা.মুকতাদিরের স্মৃতি জাদুঘর

শামীম খান, স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের গৌরীপুরে যাত্রা শুরু করেছে স্বাধীনতা পদকে ভূষিত বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. এ.কে.এম এ মুকতাদির এর স্মৃতি জাদুঘর।

শনিবার বিকালে উপজেলার বোকাইনগর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে ডা. মুকতাদির চক্ষু হাসপাতাল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মৃতি জাদুঘরের উদ্বোধন করা হয়।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনী ও স্ত্রী রোগ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপিকা ডা. মাহমুদা খাতুন রঙিন ফিতা ও কেক কেটে জাদুঘরের উদ্বোধন করেন।

ডা. এ.কে.এম এ মুকতাদিরের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল আহমেদ নাসের, উপজেলা সহকারি কমিশনার ভূমি সুনন্দা সরকার প্রমা, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্যা মাযহারুল আনোয়ার।

ডা. মুকতাদির চক্ষু হাসপাতালের দ্বিতীয় তলায় স্থাপন করা হয়েছে স্মৃতি জাদুঘরটি। সেখানে স্থান পেয়েছে ডা. মুকতাদিরের উদ্ভাবন করা চিকিৎসা বিদ্যার যন্ত্রপাতি অপথালমোস্কাপ, রেটিনোস্কোপ, ডিসিআর বোন ট্রিফাইন, কেপ্নটোপ্লাস্টি করনিয়াল ট্রিফাইন, হ্যান্ড হেল্ড সাইনোপটোফোর, পাংটাম ডাইলেটর, ল্যাক্রিমাল গ্রোব, রিভলজি ডিশন চার্ট, ট্রায়াল ফ্রেম, আইপিডি মাপার যন্ত্র।

জাদুঘরে স্থান পেয়েছে গ্রামবাংলার ঐতিহ্যের ‘হুঁকা ও পানদানী’ ল চশমা, মোমদানী, হারিকেন, কুপিবাতি, কলেরগান (গ্রামোফোন), হেফাকবাতি, করোসিন স্টোব, রেডিও, টেপ রেকর্ডার, হারমোনিয়াম, হাওয়াইয়ান গিটার, তবলা, টেলিফোন, ফ্যাক্স মেশিন, ট্রানজিস্টর ও কেসেটপ্লেয়ার, সাদা-কালো টিভি, টাইপ রাইটার, ভিসিআর ও ক্যাসেট, তারবিহীন ইন্টারকম, সিডি প্লেয়ার, ডিভিডি প্লেয়ার, বিদেশী মুদ্রা সহ ইত্যাদি।

ডা. এ.কে.এম এ মুকতাদিরের বাড়ি ময়মনসিংহের গৌরীপুরে বোকাইনগর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে। ২০০৪ সালে নয়াপাড়া গ্রামে নিজ নামে গড়ে তোলেন ডা. মুকতাদির চক্ষু হাসপাতাল। চিকিৎসায় বিশেষ অবদানের জন্য তিনি ২০২০ সালে দেশের সর্বোচ্চ স্বাধীনতা পদক পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *