রবিবার, মার্চ ১৬, ২০২৫
রবিবার, মার্চ ১৬, ২০২৫

ময়মনসিংহের একমাস পর দুই বন্দর দিয়ে কয়লা আমদানি শুরু

স্টাফ রিপোর্টার : একমাস পর ময়মনসিংহের হালুয়াঘাটের কড়ইতলী ও গোবরাকুড়া স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি শুরু হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে দুই বন্দর দিয়ে ১৮ ট্রাকে ২১৬ টন কয়লা প্রবেশ করে।

গত বছরের ২২ ডিসেম্বর ৯০ ট্রাকে এক হাজার ৮০ টন কয়লা প্রবেশের পর হঠাৎ রপ্তানি বন্ধ রাখে ভারতীয়রা।

বকড়ইতলী-গোবরাকুড়া আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক অশোক সরকার অপু বলেন, ভারতীয় ব্যবসায়ীরা বড়দিন ও নতুন বছরে কয়েকদিন ছুটির কথা বলে আমাদের কয়লা দেওয়া বন্ধ করে দেয়। আমরা নিয়মিত যোগাযোগ করেও কয়লা পাইনি। সম্প্রতি তারা বলেছেন শনিবার থেকে নিয়মিত কয়লা রপ্তানি করবেন। সে অনুযায়ী আজকে ১৮ ট্রাকে ২১৬ টন কয়লা পেয়েছি।

অশোক সরকার অপু আরও বলেন, স্থলবন্দরে কয়লার সংকট থাকলে শ্রমিকদের অলস সময় কাটাতে হয়। পুরাতন কয়লা থাকলে ক্রেতারা নিতে চায় না। নতুন আমদানি করা কয়লা না পেলে ক্রেতা আসেন না। ফলে ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্ত হন।

তিনি বলেন, ভারত থেকে প্রতিদিন ৫০ ট্রাকে ৬০০ টন কয়লা রপ্তানি করার কথা। সপ্তাহে চারদিনও কয়লা আসলে অন্তত ১৬ হাজার ৮০০ টন কয়লা আমদানি হতো। এতে স্থলবন্দরে ব্যবসা জমজমাট হতো।

কড়ইতলী-গোবরাকুড়া বন্দরের সহকারী পরিচালক পার্থ ঘোষ বলেন, ১৮টি ট্রাকে কয়লা আসার মাধ্যমে আমদানি-রপ্তানি আবারও শুরু হয়েছে। আমরাও চাই ভারতীয়রা নিয়মিত কয়লা রপ্তানি করুক।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *