গৌরীপুর প্রেসক্লাবে নবাগত ইউএনও’র মতবিনিময়
শামীম খান, স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম সাজ্জাদুল হাসান গৌরীপুর প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করছেন।
শুক্রবার রাতে গৌরীপুর প্রেসক্লাব সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এর আগে প্রেসক্লাবে সদস্যরা নবাগত উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসানকে ফুলেল শুভেচছা ও সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করে নেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল-আমিন।
সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ মোঃ বিপ্লব।
বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, কমল সরকার, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, সুজিত কুমার দাস, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, অর্থ বিষয়ক সম্পাদক শামীম খান, শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ওবায়দুর রহমান, সদস্য হুমায়ুন কবির, ফারুক আহাম্মদ, আরিফ আহমেদ প্রমুখ