সোমবার, জানুয়ারি ২৭, ২০২৫
সোমবার, জানুয়ারি ২৭, ২০২৫
ময়মনসিংহ

আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা, মিলাদ ও শীতবস্ত্র বিতরণ

শামীম খান গৌরীপুর প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর আলোচনা সভা, মিলাদ মাহফিল ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র করা হয়েছে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের নির্দেশনায় শুক্রবার গৌরীপুর পৌর শহরের মাছবাজার এলাকায় উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি মেহেদি হাসান রতন, সহ সাংগঠনিক সম্পাদক তাজিজুল ইসলাম রাঙ্গা, ময়মনসিংহ জেলা আইন ছাত্র ফোরামের সদস্য সচিন মশিউর রহমান রবিন,
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহেল মিয়া, জহিরুল ইসলাম, আল ইমরান, গৌরীপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান সাগর, উপজেলা ছাত্রদল নেতা খাইরুল ইসলাম, গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য তাওহীদুল ইসলাম, শাহিন মিয়া, সাকিব প্রমুখ।

আলোচনা সভা শেষে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *