ময়মনসিংহে ডেঙ্গুতে প্রাণ গেলো যুবকের
স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল পৌনে পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কামরুল ইসলাম (২০) নামে ওই যুবক জেলার মুক্তাগাছা উপজেলার দাওগাঁও গ্রামের নজরুল ইসলামের ছেলে।
মহিউদ্দিন খান বলেন, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন কামরুল। চিকিৎসাধীন অবস্থায় পরদিন বিকেল পৌনে পাঁচটার দিকে তিনি মারা যান।
তিনি আরও বলেন, ডেঙ্গু ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় একজন ভর্তি হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ভর্তি রয়েছেন দুই জন। এরমধ্যে একজন পুরুষ ও একজন শিশু।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. জাকিউল ইসলাম বলেন, ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জনের মৃত্যু হয়েছে।