রবিবার, জানুয়ারি ৫, ২০২৫
রবিবার, জানুয়ারি ৫, ২০২৫
ময়মনসিংহলীড নিউজ

মুক্তাগাছা পৌরসভার সাবেক প্যানেল মেয়র গ্রেফতার

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও প্যানেল মেয়র মনিরুজ্জামান দুদুসহ (৫৫) বিভিন্ন মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে তাদের সংশ্লিষ্ট মামলায় ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে রোববার রাতে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলার মধুপুর থানা এলাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পৌর শহরের লক্ষ্মীখোলা এলাকার মৃত জয়ন উদ্দিনের ছেলে।

মুক্তাগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, মনিরুজ্জামানের বিরুদ্ধে থানায় হামলা-ভাঙচুর ও নাশকতার মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। একই দিনে ডলার প্রতারণা চক্রের সদস্য মামুন ও জিহাদ নামের আরও দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকারের আস্থাভাজন হওয়ায় মনিরুজ্জামান প্যানেল মেয়র নির্বাচিত হয়ে ভুয়া প্রকল্প দেখিয়ে সরকারি বরাদ্দের লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এ ছাড়া তার বিরুদ্ধে পৌর এলাকায় জমি দখল ও সালিশ বাণিজ্যের অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *